উইটিউব চ্যানেল খোলার নিয়ম এবং কিভাবে

 

বর্তমান যুগে উইটিউব ছাড়া জীবন কল্পনা করা কঠিন।দেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল পরিচিত এই ভিডিও শিয়ারিং প্লাটফর্মটি ২০০৫ সালে গঠিত হয়।বর্তমানে প্রতিমাসে প্রায় ২০০ কোটির অধিক ব্যবহারকারী সক্রিয় ভাবে উইটিউব ব্যবহার করছে।শুধু বিজ্ঞাপন দেখিয়ে উইটিউব দিনে কোটি ডলার আয় করে থাকে।আর এ কারনে উইটিউব এখন অর্থ উপার্জনের বড় মাধ্যম।













পোস্ট সূচিপত্রঃ উইটিউব চ্যানেল কি?

  • কিভাবে উইটিউব চ্যানেল তৈরী করবেন
  • মোবাইলে উইটিউব চ্যানেল খোলার নিয়ম
  • উইটিউব চ্যানেল খোলার প্রথম   নিয়ম
  • উইটিউব চ্যানেল খোলার দ্বিতীয় নিয়ম
  • উইটিউব চ্যানেল খোলার তৃতীয় নিয়ম
  • উইটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম

উইটিউব চ্যানেল কি?

উয়টিউব চ্যানেল হচ্ছে ভিডিও শেয়ার ও দেখার ওয়েবসাইট,যাতে পৃথিবী থেকে আসব ভাসায় ভিডিও আপলোড হয়ে থাকে।এটা সম্পৃর্ন ফ্রি।আর এই সব ভিডিও উইটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করতে হয়।যারা উইটিউব চ্যানেল  ভিডিওআপলোড করে তাদেরকে উইটিউবার বলা হয়ে থাকে।উইটিউব চ্যানেল সম্পর্কে সঠিক না জেনে চ্যানেল তৈরী করলে পরবর্তীতে চ্যানেলটি বাটিল হয়ে যাওয়ার আশংকা থাকে।তাই সঠিক উপায়ে উইটিউব চ্যানেল খোলা খুবই প্রয়োজন ।তাই প্রথমেই  আমরা উইটিউব চ্যানেল সমপর্কে জানবো।

কিভাবে উইটিউব চ্যানেল তৈরী করবেন

কিভাবে উইটিউব চ্যানেল তৈরী করবেন এব্যপারে আলোচনা করবো।আপনি চাইলেই খুব সহজে একটি উইটিউব চ্যানেল খুলতে পারবেন।বর্তমানে উইটিউব চ্যানেলের মাধ্যমে আয় করার সুযোগ রয়েছে,তবে সুযোগটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে,তাহলে নতুনভাবে উইটিউব চ্যানেল খোলার নিয়মগুলি সম্পর্কে জানা প্রয়োজন।

মোবাইলে উইটিউব চ্যানেল খোলার নিয়ম

বর্তমানে মোবাইলে উইটিউব চ্যানেল খোলা যায়।সাধারনত ল্যাপ্টপ বা ডেস্কটপ এ উইটিউব চ্যানেল খোলা সহজ।এখন আমরা মোবাইলে উইটিউব চ্যানেল খোলার নিয়ম সম্পর্কে জানবো মোবাইলে উইটিউব চ্যানেল খোলার জন্য ক্রোম ব্রাউজারে গিয়ে "Desktop Mode"অন করতে হবে।তারপর সাধারনত উইটিউব যেভাবে খোলা হয়ে থাকে তা অনুসরন করতে হবে।

উইটিউব চ্যানেল খোলার প্রথম নিয়ম

উইটিউব চ্যানেল খোলার প্রথম নিয়ম হলো-আপনাকে প্রথমে উইটিউব এর ওয়েবসাইটে যেতে হবে।আগে থেকে আপনার জিমেইলে অ্যাকাউন্ট লগইন করা থাকলে সরাসরি  উইটিউবে লগইন করতে পারবেন।আর যদি জিমেইল অ্যাকাউন্ট লগইন করা না থাকে ,তাহলে উইটিউব ওয়েবসাইট এ সাইন ইন অপশনে যাবেন । তারপর আপনার জিমেইল এর আইডি পাসওয়ার্ড দিয়ে উইটিউবে লগইন করবেন

উইটিউব চ্যানেল খোলার দ্বিতীয় নিয়ম

উইটিউবে লগইন করার পর উইটিউবের ড্যাসবোর্ড সামনে আসবে।যার ডান পাশে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।তারপর কতোগুলো অপশন আসবে তখন "Setting"অপশনে ক্লিক করার মাধ্যমে উইটিউব চ্যানেল খোলার কাজ শুরু করবেন ।একটা নতুন পেজ পাবেন যাতে"Your Channel"অপশন দেখা যাবে। তার নিচে তিনটি অপশন আসবে তা হলো-
  • Channel Status and Features
  • Create a New Channel
  • View Advanced Settings
তখন "Create a new Channel"অপশনে ক্লিক করলে "Create YourChennel Name"অপশন আসবে।সেখানে আপনার নাম দিতে হবে।নাম দেয়ার পর ক্লিক করলেই আপনার উইটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে।আপনি যে নামে উইটিউব চ্যানেল খুলতে চান তা দিতে পারেন।

উইটিউব চ্যানেল খোলার তৃতীয় নিয়ম

উইটিউব চ্যানেল খোলার পর আপনি চ্যানেলকে আপনার মতো করে সাজাতে পারবেন।আর এটাকে চ্যানেল কাস্টমাইজ বলা হয়।এখন আপনি প্রোফাইল আইকনে ক্লিক করুন।তারপর "Your Chennel" অপশনে ক্লিক করুন।তখন উপরে "Chennel Customize Chennel"অপশনটি আসবে।ওখানে ক্লিক করলে উইটিউবের থিম অনুযায়ী তিনটি অপশন থাকবে।তা হলো-Layout,Branding,Basic,Info.

Basic Infoতে ক্লিক করলে চ্যানেল সম্পর্কে জানতে পারবেন।তখন যোগাযোগের মেইল,ভাষা,লিংক
 শেয়ার করতে পারবেন।যদি "Branding"অপশনে ক্লিক করেন তাহলে,প্রোফাইল পিকচার,ব্যানার ইমেজ ও ভিডিও  ওয়াটারমার্ক  আসবে।তখন আপনি নিজের মতো করে এগুলো যোগ করতে পারবেন।

উইটিউব চ্যানেল খোলার পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে।এজন্য ভালো মানের ওসৃজনশীল উপায়ে ভিডিও তৈরী করতে হবে।ভিডিওটি যেন ভিউয়ার এর চাহিদা অনুযায়ী ও ইউনিক হয়।যেন সকল কপিরাইট ইস্যু থেকে মুক্ত থাকে।কারন উইটিউবে নকল ভিডিও আপলোড দিলে চ্যানেল বাতিল হয়ে যাবে।

উইটিউব চ্যানেল ভেরিফাই করার নিয়ম

উইটিউব চ্যানেল ভেরিফিকেশন একটি গুরুত্ব পূর্ন অংশ।বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের Youtube Channel তৈরীর মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা।তবে চ্যানেল ভেরিফাই করা হচ্ছে প্রথম কাজ।যেমন-
  • Log in
  • Click in Profile photo and You Tube Studio
  • Click on Setting
  • Setting
  • Phone Verification
  • Verify Your YouTube Channel.
আসুন জেনে নেই উপরের ধাপগুলো কিভাবে সম্পন্ন করবেন-
প্রথমে আপনার ই-মেইল আইডি এবংপাসওয়ার্ড দিয়ে উইটিউবে লগইন করে নিন।তারপর ডানদিকে উপরে 'Profile Photo'-ক্লিক করলে সেখানে কিছু অপশন আসবে।এর মধ্যে 'You  Tube Studio'অপশনে ক্লিক করুন।তাহলে একটি পেজ আসবে,এবার'Setting'অপশনে ক্লিক করুন।তাহলে সেটিং পেজ খুলে যাবে।তারপর Channelঅপশনে ক্লিক করুন।তারপর 'Features Eligibility'অপশনে ক্লিক করুন।তাপর 'Eligible option এ click করুন।সবশেষে 'Verify Phone Number'অপশনে ক্লিক করুন।

এবার phone verification এর পেজ খুলে যাবে।তারপর Select Your Country option থেকে নিজের country select করুন।এবার মোবাইল নাম্বার টাইপ করুন ।তারপর 'Get Code'বাটনে ক্লিক করুন।এবার মোবাইলে ছয় 'DIGIT 'এর ভেরিভিকেশণ কোড আশবে এবং সেখানে OTP দিয়ে SUBMIT করতে হবে।এবার দেখবেন  'Youtube channel verify হয়ে গেছে।এবার 'Congratulations Your phone number is now verified'  সম্পন্ন হয়েছে বলে মেসেজ আসবে। এভাবেই আপনি চাইলে  খুব সহজেই উইটিউব চ্যানেল ভেরিফাই করে পছন্দের ভিডিও কনটেন্ট তৈরী করে উইটিউবে আপলোড করতে পারেন।

শেষ কথাঃ

উইটিউব চ্যানেল খোলার নিয়ন-কানুন বিস্তারিত ভাবে আলোচনা করা হলো এই পোস্ট ।এযুগে উইটিউব ছাড়া জীবন চলেনা।দেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্ররিচিত এই ভিডিও শিয়ারিং প্লাটফর্মটি ২০০৫ সালে গঠিত হয়।বর্তমানে প্রতিমাসে প্রায় ২০০ কোটির অধিক ব্যবহারকারী সক্রিয়ভাবে ব্যবহার করছে।শুধু বিজ্ঞাপন দেখিয়ে উইটিউব দিনে কোটি ডলার আয় করে থাকে।বিভিন্ন ভাবে উইটিউব ইনকামের প্লাটফর্ম তৈরী করেছে।আর একারনে উইটিউব এখন অর্থ উপার্জনের বড় মাধ্যম হয়েছে গেছে।








এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url